• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে তিন ছাত্রীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২২, ০৫:৪২ পিএম
ট্রেনে কাটা পড়ে তিন ছাত্রীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রীর প্রাণহানির ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মৃতদের দাফন সম্পন্ন করতে তিন পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে দুর্গাপুরে যান জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক বলেন, “তদন্ত কমিটিতে আছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমা আশরাফী, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার ও জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান। সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছি।” 

এর আগে দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সেখানে ট্রেনে কাটা পড়ে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় মারা যাওয়া সবাই বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। 

মারা যাওয়া স্কুলছাত্রীরা হলো সদর দক্ষিণের বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার ওমানপ্রবাসী দুলু মিয়ার মেয়ে তাসপিয়া (১২), মাসুম মিয়ার মেয়ে মিম (১২) ও রিপন হোসেন ভুট্টুর মেয়ে রিমা (১১)।

Link copied!